স্বপ্নের হলো যাত্রা শুরু...
৬ ডিসেম্বর ২০১৯ খ্রি. প্রথম পাইলিং-এর মধ্য দিয়ে স্বপ্নের হলো যাত্রা শুরু। সাইক্লোট্রন ও পেট-সিটি, চট্টগ্রাম প্রকল্পের নির্ধারিত নকশা অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উর্দ্ধতন স্থপতি জনাবা মোছাম্মৎ রাকিবা পারভীন, উর্দ্ধতন প্রকৌশলী জনাব ওয়াহিদুল ইসলাম, প্রকৌশলী জনাব আবু মোঃ আহসানুল করিম, স্থপতি জনাবা লামিয়া তাসমিন অঙ্কন, ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম এবং ইনমাস, চট্টগ্রামের পরিচালক ডাঃ আবু হায়াত মোঃ রকিবুল হক সহ উক্ত প্রকল্পের মূল পরিকল্পনা, বিশ্লেষণ ও পাইলিং-এর জন্য প্রয়োজনীয় মাপ ও স্থান নির্বাচন নিয়ে চলে কর্মমূখর একটি দিন। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম জনাব কামাল উদ্দিন আহমেদের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় পাইলিং-এর কাজ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম. মঞ্জুর আহসান উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক।