অপারগতা
নিউক্লিয়ার মেডিসিনের পরীক্ষার জন্য ব্যবহৃত 'রেডিও-আইসোটোপ' বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান থেকে উৎপাদিত অথবা বিদেশ থেকে আমদানিকৃত। অনিবার্যকারণ বশতঃ পূর্ব নির্ধারিত তারিখে রেডিও-আইসোটোপ পাওয়া না গেলে, পরীক্ষা করা সম্ভব হবে না; সেক্ষেত্রে পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। এ্যাপয়েন্টমেন্ট/ সিরিয়াল নেয়ার সময় যোগাযোগের প্রয়োজনে মোবাইল নম্বর জানিয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।
Regrets
The ‘radio-isotope’ used for testing in the Nuclear Medicine is produced from the Atomic Energy Research Establishment at Savar, Dhaka of Bangladesh Atomic Energy Commission or imported from abroad. The uncertain reason is that, if the radio-isotope is not available at a pre-determined date, it will not be possible to do radio-isotope scan test for the patient; the date and time will be reported later. When making an appointment/serial, we need your mobile number to contact you later for any requirements.